জীবনের প্রথম কিছুতেই ছিল শুধু ভুল
ভুল মানুষের প্রেমে পড়া, ভুল চোখে তাকানো
ভুল আকাশ দেখা কিম্বা
ভুল স্বপ্নে বিভোর হয়ে সারারাত জেগে থাকা
সবকিছুতেই আমার শুধু ভুল ছিল
যদিও শুধরে নিয়েছিলাম সে সব ভুল
শুধু একটা ভুল ছাড়া...
ভুল মানুষের প্রেমে পড়া।
ভুল চোখেতে বিনিদ্রায় কাটিয়েছি কত রজনী
সেই ভুল আমাকে নিয়ে গেছে
পৃথিবীর মহাগভীর  অন্ধকারে
তবুও বার বার ভুল করে গেছি আমি
যেন সারাজীবন থেকে যেতে পারি সেখানে।
যদিও ভুল করে প্রকৃতির কোন জায়গা দেইনি তাকে
না সূর্যে, না চন্দ্রে, না দিগন্ত ছোয়া কোন সবুজ অরণ্যে
তার স্থান ছিল সর্বদা আমার হিমেল হৃদয়ে
সেখানে তার ভুল গুলো ক্রমান্বয়ে করেছে লালন।
যখন ভুলের সমুদ্রে আমি ডুবে মরি
সব ভুল শুধরে নিব ভাবছি
কিন্তু সূর্যের ঝিলমিল আলোর রেখা যখন চোখে পড়ে
মেঘের আড়ালে লুকানো অর্ধচাদ
যখন আমাকে আবার গিলে খায়
আমি আবার ভুল করতে চাই
ভুল করেই তো ভুল মানুষ চেনা যায়।