এক নড়েবড়ে জীবন আমার
কারও মায়ার সম্মোহনে নিজেকে ভুলে যাই
আয়নার সামনে দাড়ালে নিজের বদলে অন্যের প্রতিচ্ছবি দেখি
যে স্বপ্ন শুধুই আমার ছিল
সেখানেও তার আধিপত্য
এমনটা আবার প্রত্যাশাও করি
যেন সারাজীবন এভাবেই নিজেকে হারিয়ে ফেলি
কীসের জন্য?
কোন সম্মোহনে?
এই মিথ্যে বেসাতি মায়ার সম্মোহনে?
যে মায়ার কাছে চেয়েছিলাম একটা জীবন্ত জীবন
কিন্তু আজ বাচার বদলে মরতে শিখিয়েছে
মুক্ত জীবন করেছে পরাধীন
এসব প্রশ্নের দায় এড়াতে পারে নাহ আমার অবুঝ মন
তাইতো ভেতরের আমি বলে উঠে-
একটু স্বার্থপর হও, নিজের জন্য
একটা মুক্ত জীবনের প্রত্যাশার জন্য
একটু স্বার্থপর হও........