মুখ তাঁর যেন কেড়ে নিয়েছে এক দুর্বিষহ বিষাদ
হিমেল বাতাসে চুলের উদাসীন বিস্তৃতি
চোখের তলে অনিদ্রায় কাটানো শত রাত
নিবিড় আঁধার পুষেছে সে–নিরালায়
এত আলোর মাঝেও যেন এক অন্ধ ছায়া
কেমন করে হয়েছে এ রূপ; হলুদ কিশোরী
গভীর রাতে শহরের বুকে যেন এক নিস্তব্ধ হাইওয়ে
যাত্রী চলে গেছে তাঁর দূরপাল্লায়—
নীড়ের খুঁজে যাও না, নাকি আমারই মতন
ঘর নেয়। অথচ আমাদের রাত্রিই আবাসস্থল!
চোখ তুলে তাকাও কেমন নিবিড় হয়ে ঘিরে এসেছে আঁধার।
আমাদের মাঝে নেই একটুও ফারাক
অথচ পায় না দেখতে–হলুদ কিশোরী
নিভে গেছে তোমার গায়ের রঙ, এখন যে বসন্ত!
পথে পথে পায় কৃষ্ণচূড়ার দেখা—
কোকিলের কন্ঠে ভরে আছে হৃদয়
ফিরে গিয়েছি পুরানো পথরেখায়.....
কোথাও পায়নি তোমার খোঁজ–হলুদ কিশোরী
তোমার দেখা পায় কি শুধুই নিষ্ঠুর শীত?