আমি এখনও শুনতে পাই ভয়ার্ত কণ্ঠ তার
এমন অন্ধকার রাত সে বুঝি দেখে নায় আগে
পৃথিবীর সমস্ত অন্ধকার রূপ ঝড়ে পড়ে ধূলোমাখা পথে
আকাশ কোথায় যেন লুকিয়ে আছে সাথে পূর্ণিমার চাদ
দেখা যায় নাহ কারো কোনো ছায়া|অথবা
খুব কাছাকাছি কিন্তু মিলে না কারো অস্তিত্ব
শুধু শুনা যায় তার অমিমাংসীত হৃত্স্পন্দন
তাড়াহুড়ো করে শুধু ঝড়ে নি:শ্বাস|
এর আগে বুঝি এমন পথিক দেখে নাই সে
কোনো জিজ্ঞাসা নেই, নেই কোনো অসামাঞ্জস্যতা
শুধু ফিসফিস করে বলে-"ভয় পেও নাহ"|