চোখ থেকে ঘুম মরে গেছে–নীলিমা
পাতার মরমর শব্দ যেন বুকের পাজরে
জমে আছে হিমেল হাওয়া তন্দ্রাভাব শরীরে
শূন্যতার দখলে নীল কোমল বিছানা ঢের ব্যবধানে!
মুখ তোমার আরক্তিম ঢেকে রাখ কৃষ্ণচূড়ার আঁচলে
সময়ের নির্মম ধারাবাহিকতায় দেখতে পায় না সে—
কেমন মরে গেছে প্রেম শিশু হয়ে ভূমিষ্ট হওয়া মাত্র!
পাড়া গাঁয়ের বধূ যেন উচ্ছিষ্ট পুড়ে ভেজা উনুনে
ফাগুন কাঠ জ্বলে আমার মগজের ভেতর!
কত অনুনয় পৌষা-কুয়াশা লোভ দেখায় আমায়
নতুন করে বাঁচার আশ্বাস কিংবা নতুন জীবন দান
সময় কি কখনো হয় পশ্চাৎ গমন?
আমার ভেতর এখন ম্রিয়মাণ!
বেঁচে আছি কাঠ পোড়া গন্ধের হাওয়ার মাঝে
চোখ যদি ঘুম দেখে–বসন্ত বরনের শেষে!