আমি পেয়েছি শুধু নিস্তেজ শিরার অনুভূতি
উষ্ণতার খোঁজে অবসাদ ভীষণ শীতল শরীর
অন্ধকারে একা নির্জনে দেখেছি মৃত স্বপ্নগুলি
উপেক্ষায় রুদ্ধ দ্বার আর বোবা চিৎকার।
পরশুর অপেক্ষায় গুনেছি অসীম সময়
এখনও আমি পায়নি কালের উত্তর
মহাকালের মঞ্চে অবিরাম সুখের অভিনয়
বিষন্ন কার্ডিগানের আড়ালে ঝরেছে উপেক্ষা
সময়ের সংবিধানে নতুন আইন সংযোজন
তবুও অতীতের সুরে বাজে আগামীর গান
কত আকাশ পাল্টে গেল, কত গ্রহের ধ্বংস
নক্ষত্ররা নিভে গেছে পৃথিবীর আয়ু ক্রমশই হ্রাস
তবুও আমার প্রেম এখনও সজাগ
কালের ধারায় শুধু পাল্টেছে জীবন মানচিত্র
পাল্টেনি পুরোনো অভ্যাস............!
নিস্তেজ শিরা আকড়ে ধরে খুঁজেছি তোমায়
প্রহর গুনে অবিরাম অপেক্ষা অসীমের প্রণয়