কত স্বপ্ন আসে–নীলিমা
চলে যায় দুজনে আমরা যেখানে চোখে শুধু পথ মেলে
চারপাশে অন্ধকার আচ্ছন্ন ;
পাড়াগাঁয়ের মতো আলো জ্বলে কোথাও নিভু নিভু
খড় কুটো পড়ে আছে রাস্তার দুই পাশে
পায়ের তলায় হঠাৎ বেজে ওঠে পাতার মরমর আওয়াজ
সুপারি বন থেকে বাদুড় পাখা ঝাপটিয়ে যায় উড়ে।
শান্ত নিরব চারপাশ, শুধু কানে আসে আমাদের নিঃশ্বাস
বহুদূর চলে যাই দুজন, ভয়ে ভয়ে পথ এগোয়।
তোমার নরম পা ধুয়ে দেয় ঘাসের শিশির জল
আধখানা কুয়াশা লেগে থাকে ঠোঁটে—
কখনো শুনেছি সুগন্ধার চ্ছল চ্ছল শব্দ
চাঁদ কেমন করে চুমু খায় নদীর গায়
আমাদের ছায়া ভাসে জলের উপর
ঢেউ এসে হঠাৎ ভেঙে দেয়, আঁচড়ে পড়ে আমাদের পায়।