আলোর সন্ধানে আমি পেয়েছি তোমার দেয়াল
আঁধার রঙের কারুকার্যে কি অপরূপ সাজিয়েছ
সন্ধ্যার মতো তুমি এঁকেছ মুখ খন্ড
রাতের গভীর  যত্নে দেহের গড়ন
আমি চেয়েছি স্পর্শের ফাকে দু'ফোটা জল দিতে
হাত টেনে সংশয়ে তুমি থামিয়ে দিলে।
নদীর বুকে ঘন কুয়াশা, চোখে নাই কোন দৃশ্য
এত শঙ্কা জমে বুকের ভেতর—
তবুও এক ফানুস হাতে দাড়িয়ে
কত তুচ্ছ মায়া আমাদের মাঝে, কত অজানা শব্দ
এর আগে কখনো শোনা হয়নি ভেবে
তুমি ওষ্ঠ দুটো চেপে ধরলে।
কি জাদু পৃথিবীর'পর, তোমার ছবির মতো
অন্ধকার ছায়া কত মিথ্যে আলোর প্রতিবিম্ব
জানে হৃদয়ের বায়ু কুঠরী গুলো, তাই অবিরাম শব্দদূষণ
চোখের গভীরতায় সেই ছবি, সেই রংতুলি
আর সেই রঙ, তুমি দিয়েছিলে সর্বময়
আমি মুখ ফিরায় নি এখনও
জীবনের পরাজয় নিয়ে আবার হাজির
কোথাও নেয় একটু বিচ্ছিন্নতা।অথচ তুমি আর আমি
দু'জন ভিন্ন জগৎ-এ।শুধু ব্যবধান এক অন্ধকার দেয়াল