এখনও অন্ধকার পুড়ে দিনের আশায়
কালো ঘন অন্ধকার ঘিরে রেখেছে পৃথিবীর সমস্ত আলো
দূরবীন ঘেটেও পায় না দেখা–সূর্যের!
পরমাণু কি নিঃশেষ পথে তার?
শুয়ে আছে কত রাত বিছানার 'পর–একা একা
চশমাটাও নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ
স্বপ্নের মুর্দার যে একটু গোসল প্রয়োজন!
শুনে সে আমার কথা—
রাগ-অভিমানে জমেছে আঘাত সূর্যের 'পর
চাঁদ যেন জেগে আছে মাথার মাঝে কালো টিপ পড়ে।
এখনও জ্বলে ক্রোধ তাঁর শরীরে
দেয়ালে দেয়ালে ছায়ার অনশন—
না খেয়ে মরে রয় প্রেম-প্রীতি তাঁর
কেমনে শুনিবে সে আমার চিৎকার!
ঘুমিয়ে পড়েছি আবার—
চোখ থেকে সাগরের রন্ধ্রে এঁকেছি নালিপথ
লীন হবে না কোনোদিন জানি অন্ধকার
আমার ঘর যে মাটির ভেতর!