আবার শুরু হোক এ জীবন কিছু অপূর্ণতা থেকে
ভুল প্রাপ্তি জেনেও দু'পা বাড়ায় গন্তব্যহীন পথে
যদি ক্লান্তি নামে কখনো জামার ভেতর শরীরে
আধ মিনিট বিশ্রাম নেই যেন ধূসর কোনো জগতে।


শব্দ প্রহরের আকাঙ্ক্ষায় আবারও ছুটে চলি পৃথিবীর বিষন্ন আলোয়
পৈশাচিক নগর-প্রাচীর জুড়ে কিছু ভুল পঙক্তি যেন যাই লিখে
কোনো এক মিথ্যে মায়ার সম্মোহনে—
সময় যেন আসে তার স্রোত ধারায় বছর পনেরও পরে
অথবা এক যুগ যেন নিয়ে যায় কোন গুহা-গর্তের অন্ধকার
মাকড়সার জাল যেন থুবড়ে থাকে নিস্তব্ধ শরীরের 'পর
তারপরও যদি কিছু সময় বাকি থেকে যায়
যদি পুরানো সৈকতে পৌছানের আগেই সূর্য ডুবে যায়
আমি চোরাবালির ফাদে পড়ে খুঁজব, অন্য কোন অপূর্ণতার সন্ধান।