নিজেকে নিয়ে যায় একরাশ কালো চুলের আকাশে
শুধু দুঃখ বাড়ে, মেঘ হয়ে উড়ে বেড়ায় সারাক্ষণ
কখনো ছিড়ে যায় স্বপ্নের দিগন্ত রেখা
আকাশ নুয়ে এসে পড়ে মাটির উপর
তবুও ঝড় নামে না, শুধু নিভে দেয় চাঁদের আলো
দুর্বিষহ অন্ধকার ঘিরে ধরে পৃথিবীর গা!
ক্লান্ত পাখি ছুয়ে যায় কালো মেঘের বহর
জল শূন্যতায় ভুগে সে হয় কবে গত।
নির্বাণ বন্দী শিবিরে নির্মম অত্যাচারে—
ভুলে যায় আকাশের গতি, কোথায় নামায় এই শূন্যতা
সমুদ্রের জলে নেমে আসে কালো মেঘ
বেপরোয়া ঝড় আঘাত হানে পুরানো সৈকতে
ধুয়ে দেয় গ্লানি, আঁধার বিস্তর বিষাদ
রৌদ্র ঝিলমিল কিছুকাল, তারপর সূর্য ছোয় বুক
পুড়ে পুড়ে ছাই হয় পরমাণুর পাহাড় ধস
একসময় চলে যায় আকাশ জীবন রেখার মতন
অসীমতট কিম্বা অন্ধ কোনো মোহে!