পরাজয় গ্লানি ডেকে আনে–ক্লান্তির আশ্রয়
নতুন পথ হতে শরীর ক্রমশই সরে যায়
সংশয় সমুদ্রে ডুবে থাকে সারাক্ষণ
শেষ প্রশ্নের উত্তর খুঁজে–আত্মমর্যাদা রক্ষায়
মাথা গুজে পারাপার নিষ্ঠুর সময়
শত প্রশ্নের উত্তর দেয়-নির্জনে, আঁধার ছায়ায়
পৃথিবীতে দিনের অবসান, সর্বদা রাত্রি গ্রহণ
অন্ধকার আপোষে গ্লানি ক্রমশ সম্প্রসারণ
তুচ্ছ জীবন বয়ে যায় দ্বিধা-দ্বন্ধে অবিরাম
আকাশ নীলে দু'চোখ, খুঁজে মুক্তির সোপান
পেছনের ইতিহাস বিকৃত, নিউরনের ক্ষয়
শূন্যে ভাসে দেহ, চার প্রকোষ্ঠ থেমে যায়।
সহজ স্বীকারোক্তি মহাকালে মিলায়.......
মানুষের প্রশ্ন তবুও কি শেষ হয়?