তোমার নামে সন্ধ্যা নামুক
চাঁদ-তারা ফিরে পাক তাদের রূপ
হ্যালোজেন-এ জ্বলে উঠবে আবারও এই শহরের বুক
অন্ধকার যেন পায় একটু উষ্ণতা
তারাবাতির সাজে জেগে উঠুক মনুমেন্ট-মিনার
পাখি যেন ফিরে যায় নীড়ে শুকনো রোদ ডানায় মেখে
বাস-রিক্সা বেধে নিয়েছে সময়কে এই লম্বা ট্রাফিক জ্যামে!
কারো দীর্ঘশ্বাস নিভিয়ে দেয় যেন অন্তর্দহন
কারো ঠোঁটে জ্বলে সিগারেট, প্রিয় কোনো গান
কিম্বা দুজন চলে যায় হাত ছুৃয়ে পৃথিবীর দীর্ঘ পথে।
আলোছায়ায় কারো মুখ ভেসে যাক রাস্তায়
কেউ বা মশাল হাতে দাড়িয়ে থাকুক
কাউকে হারানোর প্রতীক্ষায় এই সন্ধ্যায়!