জীবন আমার ভীষণ একা
যেমন সাগর ঢেউ,
এই জীবনের কষ্টগুলো
বুঝেনা কভু কেউ।


জীবন নিয়ে একটা সময়
ভেবেছি অনেক কিছু,
যতই আমি এগিয়ে থাকি
অতীত টানে পিছু।


অতীতটাকে ভুলতে গিয়েও
পারিনা তাকে ভুলতে,
কেন জানি সে পিছে পড়ে রয়
ডাকে কাঁটা ফুল তুলতে।


কাঁটার আঘাত পেয়ে পেয়ে
হাত হলো রক্তাক্ত,
আঘাত পেয়েই হারিয়ে যাবো
করবো জীবন মুক্ত।