তুমি রাস্তায় উদাস হাঁটতে হাঁটতে হঠাৎ
বৃষ্টিতে ভিজে গেলে ভেবে নিও
আমি বৃষ্টি হয়ে ছুয়ে যাচ্ছি তোমায়
ভালোবাসার পরশে সিক্ত করছি তোমাকে।


সকালের রোদে তুমি ব্যালকনিতে দাঁড়ালে
সে রোদ যদি তোমার গাল ছুঁয়ে দেয়
ভেবে নিও আমি সে রোদ হয়ে
দুষ্টুমিতে তোমায় জ্বালাতন করছি।


উথাল পাতাল জোস্না  জানালা গলে
তোমার বিছানায় ছড়িয়ে পড়লে
ভেবে নিও আমি সে জোস্না
ভালোবাসার স্নিগ্ধ কোমলতায়
তোমায় জড়িয়ে আছি আমি।


অলস দুপুরে আয়নার সামনে দাঁড়িয়ে
চুলে কাঁকন করছো তুমি
যদি সে কাঁকন তোমার চুলে জড়ায়
ভেবে নিও আলতো করে সে চুলে
কাঁকন হয়ে ছুয়ে গেলাম আমি।


তোমার নিটোল কালো চোখে কাজল
দিতে গিয়ে যদি চোখ জ্বালা করে
গড়িয়ে পড়ে অশ্রু
ভেবে নিও আমি সে কাজল
ভালোবাসার আবেশে তোমার অশ্রু ঝরাই।


জানালায় দাঁড়ালে বাতাস যদি
তোমার কানে শিস দেয়, চুলে কাটে বিনুনি          
ভেবে নিও সে বাতাস আমি
পরম মমতায় ভালোবাসায় ছুয়ে যাই তোমার
গাল, ঠোঁট তোমার কালো চুল।


আমার ভালোবাসা সারাক্ষন ছুঁয়ে থাকে তোমায় সকাল, দুপুর, সাঁঝ কিংবা রাতে
তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো
আমার ভালোবাসার হাত থেকে নেই তোমার নিস্তার।।