আজ বরং ঘুড়ি উড়াই
লাল অথবা সাদা
নিশান এনে দাও
আকাশের সীমানায় । ।

                     আজ বরং শুয়ে থাকা
                     শুয়োপোকা;প্রজাপতি
                     কাল ঝরাবে রং,বে-রং
                      কিছু ছিন্নপত্র ;ঘাসের আল্পনায়।

কাল তোমাকে কাল দেব যে'যে ছুটি
আমার চোখের কোনার জলকণাটি
সময় জানে? জ্বলবে কখন মনি
নষ্ট সময় ,বিধাতার মত;
                            বারূদের গানশুনি !