সহস্র বছর দূর্দশার বাতাসে ঘুরি
কেউ কি এসেছে ?


নদীর স্রোত নাকি প্রতিটিই আলাদা
আলাদা মেঘমালার কারূকার্য সময়ে সময়ে ,
এমন রোদ আর পথ কোলাহল
এমন নিঃসঙ্গতা !
সেও তো আলাদা ;আসবে না ফিরে আর
তবু কেন দূর্দশার বাতাসে দিয়ে সাঁতার
সহস্র বছর পর
আসবে সে ফিরে ?


জানেনা ,যেমন রাত্রি দিবসেরে পরম আদরে
           দুজনার মাঝামাঝি সন্ধ্যা সকালে
           নিয়ত চুক্তি করে লয় ভালবাসার
           দিন তবু আসেনা যখন রাত্রি একার ।
জানেনা কি ?
             কত চিহ্ন মুছে,এই রুপালী সাগর
             পর্বতেরে ভালবেসে যেন প্রগাঢ় চুম্বনে
              গ্রাস করে লয় তবু একদিন
             কঠিন শিলাও রয়না ,একা মেঘ উড়ে যায়
              এসব কিছুই তো ঘৃনা নয়
        ভালবাসে বলেই সৃষ্টি স্থিরচিত্র নয় কোন


আজ কেন সে ,তবে ?
                  কোন ভীষন সাধারন কথা বলবে এসে
                  তাই সহস্র বছর দূর্দশা করে সাথী
                   আসছে ফিরে ?
কেমনে জানল ,
                      সব ছবি সব কথা
                              জল মাটি
                মেঘ গিরির ব্যাকুলতা
          অগনিত কাল ধরে আস্তরে আস্তরে
          রেখেছি জমিয়ে একা হৃদয়েতে ভরে ?