এখন রূপালি বসন্ত পৃথিবীর কোলে নামছে ধীরে ধীরে
ধানশালিকেরা চলে গেছে, চলে গেছে মেঠো ইদুরেরা মাটির গভীরে।
এখন পড়বে হিম পুরাতন পাতার উপরে।


আমার বেশ মনে আছে
স্বচ্ছ সলীল নদীটির ধারে
সেই সন্ধ্যায় মাথার উপরে
আবছায়া মেঘেরা অস্তরে আস্তরে
ছিল শুধু নির্জন ;আর কিছু নয়।
আর ছিল কায়া মুখোমুখি দুজনার


পৃথিবীর গভীরে।