না আরো গভীরে খোঁজ
চোখ দেখ,হাত মুখ বুকটা দেখ
খাজে খাজে জীবন রেখে
মমির মিছিল ,শতাব্দী গেছে
শতাব্দী গেছে।
হাওয়ায় হাওয়ায় খবর আসে।


নত হয়ে গভীরে এস ,জলের টানে
যুগলবন্দী প্রেমকে দেখ
ঝরনা হয়ে চলে গেছে
পাহাড়ে পাহাড়ে দুঃখ রেখে।


আরো একটু গভীরে এস ,স্বর্গে আমার
আগের মতোই; হারিয়ে ফেলার কষ্ট আছে
তুমি শুধুই বুঝলে না
ডাহুকটা ডেকেই গেল।
তোমার জন্য নষ্ট হল,মানুষ একটা গভীরে।
তোমার জন্য সব নদী,দুঃখ বেয়ে সাগরে।