কবে যেন তোমার থেকে পৃথক করে
মাটির গন্ধে মানুষ করেছিলে
কবে যেন একক থাকা; দুঃখটাকে পাশে রাখা
শান্তি পাবো একা একা
তাই মানুষ করেছিলে।


লক্ষ বছর চলে গেছে ,বেহিসাবি পথচলায়
তোমার সাথে থাকার অতীত যায়কি তাতে মুছে
আকাশে আলোয় দেহ মনে নিজের মাঝে তোমায় খুঁজে
জানা -অজানার সীমার মাঝে প্রশ্ন তবু জাগে।


প্রশ্নেরা সব চলে গেলে ,পৃথিবী তৃপ্তি পেলে
বৃষ্টি ভেজা মাটির গন্ধ চলে গেলে
আরো কিছু থাকে!


এই বিচ্ছেদ আমার একার?
সত্যি করে বল।
মাটির মানুষ আকাশ দেখে যদি
সবজানে যে একা একা ,সে কেমনে সয়?
বড় প্রেমে কষ্ট নিয়ে;দূরে ঠেলে দিলে
কেন?
জানতে ইচ্ছা হয়।