বুকের মধ্যে অনন্ত এক উনুন জ্বলে
নিষ্ঠার আবরণে সযতনে এতকাল
যে প্রচণ্ড গোপন উত্তাপ
আদিতে অবহেলার ছিল এক নিরীহ শিখা।


জ্বলছে এখন দিন
প্রতিটি দরকারি মোলায়েম শিষ্টতা
জ্বলছে একটুকু সুখের ঝাপটা
এই দাবানল জানি জ্বালাবে সময়।


কখনো যদি এই চোখে পাও খুঁজে
বুকে ফের একবার তোমার জ্বলবে
আদিতে অবহেলার নিরীহ শিখা।


হে অসুখী উত্তর অগ্নিপুরুষ
তোমার জন্য লিখি আজ দিনলিপি।