আপনি কি সৌখিন কবি
চক স্লেটে আঁকি যত ছবি
নিতি ভাঙাগড়া চলে খেলা
ছন্দ ও শব্দের মেলা
আসে যায় ডোবে ভাসে কত
মায়াবীর মরিচিকা যত
ধরিবারে প্রয়াসের পথে
আপনি আপনে সৃজিছে
তবে সবে চিন্ত অকারন
যেন সত্য এই দৃঢ় পণ
অন্তরের চেতনা দৃপ্ত স্নানে
পথিক ফিরুক তব গানে
আঁধারের মোহে ছিঁড়ি প্রান
সার্থক হোক বাক্য দান
সঙ্কল্প হেথা সবাকার
অন্তিমে এই পুরস্কার
বাঁচালেক প্রান হেথা যত
ধন্য সুধী মানি কবে তত