বয়সের সিড়ি বেয়ে
উপরে উঠছে শিশু
অবুঝ আখীল কৌতুহল নয়
এখন সে দেখে মনের চোখে অংশু


বয়সের সীমানার
দিগন্তে মেলে ডানা
তার আপন একান্ত পৃথিবীর
চাই সব কিছু জানা।


শিশুর অবুঝ মন
এখন তা চঞ্চল অবুঝ
গহনে দহন জেনেও
নিভিয়ে দেখাতে চায় সবুজ।


তার সরল প্রাণে ভরা
নিল আকাশের দুড়ন্ত গাঙ্গ চিল
অমাকে আলো করে
দেখাতে চায় জীবনের মিল।


আলো ঝড় হয়ে আগামীর পথে
ধেয়ে যাবে মন নবীনেরা
আলোর পথে ছুটে এসো
আধারকে আর চাওনা যারা।
০৯/০৮/১৯৯৮