তারার দেশ থেকে রাতের ডা’কে আজ
বিধুর জোয়ার বার্তা এনেছে তোমার
চোখের ভাষায় লিখেছ “তুমি আমার”
পথ চেয়ে আছো, আছো হৃদয়ের স্পর্শে
চুলের ঘ্রাণে একেছ পথের ঠিকানা
লিখেছ চিঠি আকাশী শাড়ীল আচলে
খামে সুরের মুচ্ছর্না দিয়েছ অনিলে
মুক্তো হাসির বর্ণমালায় “ভালোবাসা”


আমি সময়ের জন্ম হতে, পুথিবীর
পথে পথে বুঝিনি কারে খুজে চলেছি
আজ রাতের ডা’কে তব চিঠি পেয়েছি
আর জেনেছি তোমার খোজেই ফেরার
জীবনের প্রয়োজনে আমি এতকাল।
তুমি মোর কাছেই আছো বলেছে বিধু
যাযাবর জীবন ছেড়ে এখন শুধু
তোমাতে কেটে যাবে জীবনের অকাল।


০১-০১-১৯৯৭