কবিতা
দার্জিলিং
কে,এইচ, মাহাবুব
*********************


দার্জিলিং রেল লাইন
বড় আঁকা বাঁকা ,
যতটুকু প্রস্থ তার
ততটকুই ফাঁকা ।


বন জঙ্গলে অন্ধকার
সারা পাহাড় ভরা ,
সর্বদাই মাটি ভিজে
যতই হোক খরা ।


বাঘ, ভাল্লুক, শুকর –
ডাকে হাজার পাখি ,
ভাঙ্গিয়ে ঘুম প্রাণী’র
বলে খোল আঁখি  ।


হাঁটু স্তর মাটিতে
হাজার বৃক্ষের পাতা ,
কে ফেলবে পা ?
ভয় হৃদয়ে গাঁথা ।


রেল লাইনে হাতি
দাঁড়ীয়ে দেখছে রেল ,
ঘনিয়ে এলো সন্ধা
ডুবে যাচ্ছে বেল ।
------------------------------------------------


যুগান্তরের আলোর নাচন পাতা থেকে শিশু সাহিত্যিক লীলাদি স্মরণে তাঁর ‘’হাতি হাতি’’ গল্পথেকে নেওয়া  ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ০১/০৮/২০০৭ ইং ।