আমের গাছে এসেছে ফুল
জাম গাছে পাতা ,
নেড়ে দেখি অন্য গাছ
নামটি তাঁর আতা ।


বড়ই গাছে বড়ই ভরা
কাঁঠাল গাছ সবুজ
তাঁদের জন্য এই ছড়া
যারা আজ অবুঝ ।


কাঁঠাল গাছে আসবে মুচী
জামের গাছে জাম,
কুয়াশাতে ফুল ঝরে যায়
ঝরে  ছোট আম ।


বেল গাছে বেল এসেছে
শিমুল গাছে ফুল,
ছোট ছোট ছেলে মেয়ে
বানায় তারে দুল ।


সজনে গাছে পাতা নেই
ডাল পালা খালি ,
কচি কচি পাতাতে
ভরা আজ বালি ।


********** সমাপ্ত **********
তারিখ :   ১০-০২-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :    khmahabub@yahoo.com