উৎসর্গ : ( সুবর্ণাকে )
*******************************

এই তুমি আমায় ভালবাস ?
হাঁ ভালবাসি;ভালবাসি বলেইতো কাছে আসি
বলতো কতটুকু ?
তুমি চাও যতোটুকু ।


আমি বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না তোমার মুখে বলাটা ও ,
কারণ তুমি যে অন্য কাউকে নিয়ে ভাবো
বলতে পারো আমার পছন্দ নয় তোমার চলাটা ও  ।


ও তাঁর মানে... তুমি বলতে চাও
তুমি চাওনা আমি কারো সাথে কথা বলি,
তোমায় রেখে অন্য কাউকে ভালবাসি...
অন্য কারো সাথে  আমি পথ চলি ।


হাঁ ঠিক তাই...তুমি ঠিক ধরেছো...
আমার সংসার তোমার,যদি কেউ কয়
আমার সন্তান তোমার তবে...
তুমি কি গ্রহণ করবে;নাকি পাবে আবার ভীষণ ভয় ।


কেন আমি ভয় পাবো; কিসের ভয়
আমি যে তোমাদের মতো মানুষ আমি ও যে নারী ,
আমার ও যে ইচ্ছে আছে সুখে থাকার ঘর বাঁধার
যার কারণে ছাড়তে পারি আমি আমার ঘর বাড়ি ।


তবে তোমার কথা  তাই যদি হয়
আমার সাথে তোমার কেন এতো অভিমান
আমি কোন কথা বল্লেই তোমার কষ্ট লাগে
যেন তোমার উপর আমি চালিয়েছি পৈশাচিক অভিযান ।


সে তুমি চালালে চালাতে পারো
আমার যে নেই নিষেধ নেই বারণ ,
আমি তোমার কাছে জানতে চাইনি
জানতে চাইবো না কখনও;তোমার আচরণের এমন কারণ ।


সে আমি ভাল করেই জানি;তুমিই আমায় বল,
আমি যেন তোমায় তোমার সব অপরাধের সাস্তি দেই,
গায়ে হাত তুলি কঠিন ভাবে মার ধর করি কিন্তু আমি যে তা- পারি না;
আমি যে তোমায় অনেক ভালবাসি আমার যে তুমি ছাড়া আর কেউ নেই ।


কেন পারবে না তুমি; তুমি না আমাকে অনেক ভালবাসো
আমি ভাল  হই  আমি ভাল ভাবে বাঁচি তুমি তা-চাওনা ?
হাঁ চাই; তোমার ভাল চাই বলেইতো ভাল পথ দেখাই
আমার যে তোমার কাছে আমার জীবনের অনেক আছে পাওনা ।


কিন্তু আমি যে খুবই ভিন্ন একজন মানুষ
আমি আমার বাবা মাকেই ভালবাসি না
আর তুমি বল আমি তোমাকে ভালবাসবো ,
আমার কারো জন্য এখন আর মায়া নেই
আমার কারো জন্য এখন আর মন কাঁদে না
আমি যদি চাই; কখনও আর না তোমার কাছে আসবো ।


আসলে তোমার ভেতর মানুষ নেই;মন নেই
যখন তখন আমায় ছেড়ে চলে যেতে চাও,
একবার ও কি ভেবে দেখেছো আমার জীবনের কথা
কতো কষ্ট পাই আমি ; না কি আর তাতে তুমি সুখ পাও ।


আমার জন্য কি তোমার একটু মায়া ও লাগেনা ?
কতো পথ পাড়ি দিয়ে এ দেহের ঘাম ঝড়িয়ে তোমার কাছে আসি ,
রাত দিন তোমায় নিয়ে ভাবি নাই খাওয়া নাই ঘুম
তুমি না জানলেও স্রষ্টা জানেন;আমি তোমায় কতটুকু ভালবাসি ।


-সমাপ্ত-


তারিখ  : ১১/১০/২০১৪ ইং ।