বৈশাখ মাসের ঝড়
নড় বর করে ঘর
টিনের চালে বৃষ্টি পড়ে
ঝড় ঝরা ঝড় ঝড় ।


আকাশ মেঘে কালো
দিনে জ্বালাও আলো
আঁধার ঘরটা আলোয় ভরুক
ফর ফরা ফর ফর ।


বৈশাখ মাসের ঝড়ে
গাছ পালা যায় পড়ে
বাঁশটা ফেটে দু- ভাগ হল
চড় চরা চড় চড় ।


পাখিরা যাচ্ছে উরে
হটাৎ করে দূরে
বিমানটা আছড়ে পড়লো
পাখিরা গেলো মরে ।


-সমাপ্ত-


তারিখ : ২৩-০৫-২০১৫ ইং ।