প্রার্থনা!
""""""""""""""""""""""""
চোখ অন্ধ শান্তি বন্ধ
কঠিন বিপদ দেশে,
পা খানি তার পৌঁছে গেছে
বিনাশ অতি শেষে!
আলো ছালো কর্ম করে
দাঁড়িয়েছে ফলে।
ক্ষতবিক্ষত সোনার দেশটি
যাচ্ছে রসাতলে।
সে যে আমার জন্মভূমি
আঘাত লাগে মনে।
রবের দোরে আরজ মাগী
শ্বসন ক্ষণে ক্ষণে!
ওয়াদা তোমার পূর্ণ দেখি
কেউ তাতো বোঝেনা,
দৃষ্টি করে অন্ধ তারা
কেউ পুণ্য খোঁজে না।
অজানা আজ পৌঁছে গেছি
বিনাশ নীরের কূলে!
সারা দেশটা ভরে গেছে
ন্যু ইয়ে পড়া ফুলে।
কেমন দেশের হস্ত পদ
কেমন তাহার দেহ?
তুমি বিনা মাওলা আমার
বুঝবে নাতো কেহ!
কি বলবো আর দুঃখের কথা
আছি নয়ন জলে,
হৃদয় ফেটে চূর্ণবিচূর্ণ
নদী বয়ে চলে।
স্মরণ এখন মাওলা আমার
বয়স গেছে ক্ষয়ে,
পাপের পাহাড় গড়ে আমি
পুণ্যে নিঃস্ব হয়ে!
তাওবা করার সুযোগ দিও
গহীন আধার রাতে,
উদার হস্তের ক্ষমা ঢেলে
দিও আমার হাতে!
হস্ত তুলে দোয়া মাগী
করো শিশুর মতো,
সারিয়ে দাও মাওলা আমার
ভারত মাতার ক্ষত!
আল্লাহ আমায় ক্ষমা করো
বিদীর্ণ এই দেশে,
যেন অন্তঃশ্বাস নিতে পারি
তোমায় ভালোবেসে!