গর্ভাশয়ে বিস্ফোরণ!
অতঃপর মায়েরা জন্ম দিল সংগ্রামী
সংগ্রামীরা পাথর শুষছে
গোলা, বারুদ, রকেট বোমা, পারমানবিক এবং বন্দুকের নল শুষছে    
সংগ্রামীরা পাথর শুষছে
একদিন ওরা শিশুদের মতো হাসিমুখে মাতৃস্তনে মুখ দেবে।


বিপ্লবীরা বলছে অ্যাঁ অ্যাঁ ম মঁ ক ত গ ট অ্যাঁ অ্যাঁ
বিপ্লবীরা প্রতিবাদী সুরে প্রতিজ্ঞাবাক্য উচ্চারণ করে
তারা তাদের মাতৃভূমি স্বাধীন না করে
মায়ের মুখে প্রেমের মানচিত্র আঁকবে না।
একদিন তারা শিশুদের মতো মিষ্টি সুরে কোমল ঠোঁটে ফুটিয়ে তুলবে 'মা' 'মা.....'


দাঁড়াবে, দাঁড়াবে
বিপ্লবীদের হাতে আবিষ্কার হলো হাতিয়ার
কম্পিত পা গুলোর অনবরত এগিয়ে চলার প্রয়াস;
ওদের পদাঙ্কে ভেসে ওঠে অনিবার্য প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিবাদের নিদর্শন।
একদিন ওরা শিশুদের মতো বাবার আঙুল ধরে দাঁড়াবে।


১০/০৮/২০২০