ভোরবেলা ঘাসে মিলে শিশিরের ছোঁয়া,
ভালো লাগা লাগে তাই মন হয় খোয়া।
আলতো এ কুয়াশায় ঢেকে যায় মাঠ,
  ঘাস জুড়ে হয় রোজ কুয়াশার পাঠ।


শিশিরের ভেজা ধানে বাতাসের দোলা,
   অপরূপ রূপে মন হয় আত্মভোলা।
   বেলা হলে মাঠে উঠে কৃষকের রব,
    গান গেয়ে ধান কাটে হয় উৎসব।


     কৃষাণীর ব্যস্ততা ধান ভানে আজ,
   পিঠা পুলি আয়োজনে হবে নব সাজ।
        নবান্ন নিয়ে এলো ঋতু হেমন্ত,
     উৎসব হবে তাই খুশির নে' অন্ত।


২২ অক্টোবর ২০২০