সময়ের চাকায় মুড়িয়ে দেয়া এন্তেজাম,
স্বপ্নপূরণের কী দুর্লভ আয়োজন!
পথগুলিতে ছড়ানো ছিটানো কন্টিকা
বিস্তৃত সবুজাতের বুকে আশ্রিত কালো দাগ
এন্তেজামের পাতায় গেঁথে রাখা সমাধান।


অনুধাবিত সৃষ্ট স্বপ্ন
সময়ের চাকা ঘুরতে থাকে
এন্তেজামের পাতায় লেখা বিধান
এতো সব আয়োজনে তৈরি করা হলো স্বপ্নের অবয়ব
সেই অবয়বের গাঢ় মটকে দেয়
নিম্ন/মধ্যবিত্ত জীবন, পুঁজিবাদী শ্রেণিভেদ, সাম্প্রদায়িক সমাজ, পিছুটান, সচিবালয়ের দুর্নীতি, নির্বোধ সাংসদদের কালো থাবা, নেতা নামী হায়েনাদের অশুভ দৃষ্টি, অসাম্যের ইন্ধন দাতা, শুয়রের বাচ্চা, বাটপার, ধর্ষক, হারামজাদা।


সময়ের চাকায় মুড়ানো হলো বেদনা,
সময় ঘুরছে, বেদনা ঘুরছে
বিগলিত অশ্রু পান্থপথে
শহীদদের রক্তের দাগের মতো রৌদ্রের আলোতে ঝলমলে কথা বলে
কী বীভৎস আর্তনাদ!
পথিকের সাথে পথে ঘুরে বেড়ায় বেদনা, চিৎকার, পরিশেষে সহনশীলতা।


পৃথিবীতে জন্মমৃত্যুর এই লীলাখেলায়,
বিধায়কদের যেনতেন বিধির ফায়সালায় বলি হয় হাজারো স্বপ্ন।
মানুষ আদর্শ গোলাম
গোলামীর আদর্শ লালন করা মানুষের কর্তব্য;
কর্তব্যপরায়ণ গোলামের মনমতো ক্ষেত্র দেখা ভাবনার অতীত।
আমাদের স্বপ্নরা লালিত যে ময়দানে
খেলাচ্ছলে অনুপ্রবেশ করে সেখানে বিধায়কের যেনতেন চাওয়া।
জীবনের সমান মূল্যবান স্বপ্নকে নিমিষেই ধর্ষণ করে হারামজাদা গুলোর মস্তিষ্কের উত্থিত লিঙ্গ।
এই ঠিক পতিতার মতো
একগুচ্ছ বেদনার বিনিময়ে স্বপ্ন বিক্রি;
এই শহরে স্বপ্নের বাজারজাত অনেক ভালো
বিনিময়টা চলার পথে ছায়া হয়ে থাকে।
হয়তো মানুষের মন পুড়ানোর কলঙ্কে ছায়াগুলো কালো রূপ ধারণ করে।


সময়ের ঘূর্ণনে জীবনের পথ ফুরায়,
পথে পথে হৃদয়ে জন্মায় কতো স্বপ্ন
কতো লক্ষ্য, উদ্দেশ্য কতো নির্দিষ্টতা
সেগুলো সময়ের স্রোতে গা ভাসিয়ে ভাসুক
আমার আমিকে রেখে দিই আবদ্ধতার বাইরে
আমি স্বাধীন, উন্মুক্ত ডানা মেলে উড়ি মুক্ত আকাশে।
এই নির্দিষ্টতার শহরে না হয় আমিই হলাম অনির্দিষ্ট!

০১/০৫/২০২০