আবেদন

প্রিয় পরিচালকবর্গ,

আপনারা হয়তো খেয়াল করেননি যে আমি আলোচনার প্রথমেই জানিয়েছি যে কবিতাটি কবি সুমনের "কবিতা লিখি না" কবিতা এবং তার উপর সরদার আরিফ উদ্দিনের সমালোচনার পরিপ্রেক্ষিতে লেখা। আমি কবিতার মাধ্যমে আমার আলোচনা পেশ করেছি। একটা নতুন পদ্ধতি ব্যবহার করেছি। কবিতার উপর যে মন্তব্য আরিফ উদ্দিন করেছিলেন তার জবাবেও আমি একই কথা লিখেছি।  উনি তা বুঝতে পেরেছিলেন। আপনাদের উল্লিখিত দুইটি শর্তই পালিত হয়েছে।

আপনারা কবিতা পাঠ করলেই আমার বক্তব্য অনুধাবন করতে পারবেন। আমি পরীক্ষা নিরীক্ষা চাই।  নিয়ম ভাঙা আমার উদ্দেশ্য নয়।

আশা করি ভুল বোঝাবুঝি দূর হবে এবং আমার কবিতারূপী আলোচনার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

শুভেচ্ছান্তে,

পঙ্কজ কুমার চ্যাটার্জি।