আজকের ভাবনা


কিংকর্তব্য-বিমূঢ়
 
নিরানব্বই ভাগ জীবন
কম্পাস না দেখেই কাটিয়েছি
জীবন সায়াহ্নে
কম্পাসটা বের করে দেখি
কাঁটা খুলে গেছে।
নিরম্বু উপবাস করবো
না আয়না-চিরুনি
বের করবো?


দ্বন্দ্বের ছন্দে
 
আমি বলি ভালো
তুমি বলো মন্দ
দ্বন্দ্ব থেকেই যায়
মনে সন্দেহ জাগে
তাই তো বিজ্ঞানী মন
নতুন কিছু খুঁজে পায়
আবার তাই
গালিলেও মরে
জীবন এগিয়ে যায়
কখনো সরল
কখনো বক্ররেখায়
দ্বন্দ্বের ছন্দে


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌾🌾