আকগুন আকোভা
(তুরস্কের কবিঃ অনুবাদ কবিতা )


পাখার দরজি
 
যে বিছানায়
আমরা প্রেম করেছি
তাতে এক জোড়া পাখা
দেখে, হে প্রিয়,
ওরা সব বুঝে গেছে
 
আর তারপর থেকে
শহরের সব নারীরা
দরজির দোকানে গিয়ে
এক জোড়া পাখা খুঁজছে
 
খেলনা
 
শিশুটিকে
অপারেশন কক্ষে
নিয়ে গেল
আর খেলনাগুলো
জীবনকে
সহজে ভেস্তে যাওয়া
খেলা ভেবে
দরজার পিছনে
কাঁদতে কাঁদতে
অপেক্ষা করলো


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌷🌷