আমি স্বপ্ন দেখি


বাংলায় আছে সাগর, বাংলায় আছে পাহাড়
বাংলায় বুকে শত শত নদী বানায় সংসার
কোথায় পাবে এমন বৈচিত্র আর প্রকৃতির সমাহার
সুন্দর বনের সুন্দরী গাছ, রয়েল বেঙ্গল টাইগার?
ভাষার আন্দোলনে রাষ্ট্র হয়েছে এই বাংলার বুকে
বিশ্ব ভাষা দিবসের স্বীকৃতি একুশে ফেব্রুয়ারিকে
গর্ব করা বাঙালির আলবৎ অলিখিত অধিকার
নতুন ইতিহাস গড়বো মানুষ আমরা দুই বাংলার
একই নদীর জল বয়ে যায় পশ্চিম থেকে পুবে
স্বপ্ন দেখি দুই বাংলার মানুষ কবে এক হবে?
বঙ্গবিভাগের রক্তাক্ত ক্ষত এখনো হয়নি দূর
সবার কাছে মিনতি করি, গাও মিলনের সুর।
স্বার্থান্বেষী মানুষ তবু বিভেদের দেয়াল গড়ে
গোরু পাচারের দোহাই দিয়ে নিরীহ মানুষ মরে।
অনেক অনেক রক্ত দেখেছে দুই বাংলার মানুষ,
নবমিলনের ধ্বজা উড়ুক, ফিরুক মানুষের হুঁশ
বাংলাদেশের মানুষ পাবে আইফেল টাওয়ারের নীচে
জীবনের সংগ্রাম তাকে কোন বিদেশে নিয়ে গেছে?
ক্যালিফোর্নিয়ার অফিস পাড়ায় সর্ষে ইলিশ পাবে
বাংলাদেশের ড্রাইভার পাবে নিউ ইয়র্কের ক্যাবে
নোবেল জিতেছেন অমর্ত্য, ইউনুস, রবীন্দ্রনাথ
বিভেদ ভুলে মেলাই আমরা উত্তরাধিকারের হাত।