আরণ্যক
 
কাল রাতে শালবনে
শয্যা পেতেছিল দুখন।
এক বিন্দু বাতাস ছিল না,
স্থির পাতার ফাঁকে ফাঁকে
জোনাকির আলো আর ঝিঁ ঝিঁর শব্দ।
সারা রাত প্রতীক্ষায় কাটে-
ডগর এসে ধরা দিল না।
জঙ্গলের অন্য প্রান্তে সে
মৌমাছির গুঞ্জন শুনে কাটিয়ে দিল।
 
মাদলের শব্দ ভেসে আসছিল,
কিন্তু, এক ফোঁটা বাতাস ছিল না,
ডগরকে বয়ে নিয়ে যেতে।


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌵🍂