ভোর
 
কে আর কাকে ডাকে
তবু কেউ চলে আসে
ছেঁড়া শালপাতার সংসারে
 
সংসারে তখন কাটাকুটি খেলা
রক্তপাতহীন নীরব প্রসব
অজস্র রাতের শেষে জাগে ভোর
 
আমার কাছে সব ভোরই গাঢ় অমানিশার
সব ভোরই নিশ্চিত ভাবে সৃষ্টির মনোবলে
নবারুণকে এগিয়ে দেয় কিছু বলতে


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🦋🦋