ভূতের রাজা দিল বর


হাতে একটা মাত্র চাবি,
পাশে সারি সারি তালাবন্ধ ঘর,
কোনটাই চাবি দিয়ে খুলছে না,
দশ-বারোটা ঘর পেরিয়ে
দিয়ে হাল ছেড়ে,
চাবিটা ব্যাগে দিলাম পুরে।
শেষের তিন-চারটা ছিল বাকি,
বৃথা চেষ্টা করে হবে কি?
এমন সময় মোবাইল বাজে,
মোবাইল বার করি ব্যাগ খুলে,
গিন্নি খোঁজ করছে কখন ফিরবো।
উত্তর দিয়ে ফোন দিলাম রেখে।
ভাবি ব্যাগে রাখা চাবিটা দেখেঃ
“দেখি শেষ বার, চুকাই ঝামেলা।”
চিচিং ফাক! খুলে গেল তালা।
ঘরে ঢুকে জানালাম গিন্নিকে,
তুমিই ফোন করে দিলে আমাকে আটকে,
খুলে গেছে ঘর।
পেয়ে গেছি ভূতের রাজার বর।