ব্যর্থ আষাঢ়
 
আমার শুষ্ক হৃদয় মাঝনদীতে
তরীর বুকে উদাস হয়ে নীল আকাশে
চাতক নয়নে চায় এক আশাতে-
তখনি, আষাঢ়ের প্রথম বৃষ্টি ঝাঁপিয়ে আসে।
সেই ক্ষণে আশায় ছিলাম পাবো তোমাকে,
ছইয়ের উপর ছড়িয়ে আঁচল
পিঠের উপর চুল বিছিয়ে মনের সুখে
ভিজবে তুমি- আমার টলমল
হৃদয় মাঝির গানে বাজাবে মাতাল মাদল,
নাচবে তুমি শিখির মত পেখম তুলে।
মাঝে মাঝে আঁজলা করে তুলে নদীর জল
ছুঁড়ে দেবে আমার দুই ভীরু গালে।
এমন বৃষ্টি সারাদিন পড়ুক ঝড়ে অঝোরে
বিছিয়ে নদীর বুকে সাদা চাদর,
হঠাৎ তোমাকে জড়িয়ে ধরবো সাহস করে
ঠোটের উপর ঠোঁট রেখে করবো আদর।
..........
এতক্ষণ ভাবছি আমি একাই ভিজে ভিজে,
জানি না মিছে জড়িয়ে আছো কোন অকাজে?