*দিবারাত্রির কাব্য*
 
সোনা ঝরানো ভোর, তারুণ্যভরা সকাল,
অগ্নিদীপ্ত মধ্যাহ্ন, নরম আলোময় বিকাল,
এত রূপ থেকেও মায়াবী দিন চলে যায়
সাঁঝের সিঁদুর-লাল ছড়িয়ে?
দিন থাকে না, চলে যেতে চায়।
মুখ গুঁজে থাকা রাত থাকতে চায়,  
পারসিউসের মাথার অন্ধকারের মুকুট পরে,
অদৃশ্য হয়ে থাকে,
দুশ্চরিত্রগুলো জেগে ওঠে, এক ষড়যন্ত্রের রাজত্ব,
শ্মশানের চিতার পাশে শব জমা হয়।
কিন্তু, শেষ রক্ষা হয় না!
হিলিওসের কাছে হেরে যেতে হয়,
ভোরের আলোয় সে অস্তিত্ব হারায়।
 
দিন ফিরে আসে, ফিরে ফিরে আসে,
অন্ধকার অতীতকে বার বার মুছে দেয়।
 
তবু থাকে না, চলে যেতে চায়...........
 
অদৃশ্য রাত লুকিয়ে অপেক্ষা করে।
[গ্রীক পুরাণে পারসিউস ‘মেডুসার মাথা’ আনতে যাওয়ার পথে ‘অন্ধকারের মুকুট’ পেয়েছিল। এটা মাথায় পরলে তাকে কেউ দেখতে পেত না। হিলিওস- সূর্যদেবতা।]