এক ছড়ার কাহিনী


গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে ছেলেবেলার খেলা ছিল অত্যন্ত জনপ্রিয় এক ছড়া নিয়ে। সেটি হ’লো-
 
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে।
ঢাক মৃদঙ্গ ঝাঝর বাজে।।
বাজতে বাজতে চল্লো ঢুলি।
ঢুলি গেল সেই কমলাফুলি।।
 
সাংসদ বাংলা অভিধান অনুযায়ী “আগডুম বাগডুম” হলো শিশুদের খেলা বিশেষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী আসল ছড়াটি হ’লো- “অঘাডোম বাঘাডোম ঘোড়াডোম সাজে...”। এখানে অঘাডোম অর্থ বোকা ডোম, বাঘাডোম অর্থ জাঁদরেল ডোম আর ঘোড়াডোম অর্থ অশ্বারোহী ডোম। বঙ্গীয় শব্দকোষ আরও লিখছে যে ধর্মমঙ্গলে কানাড়ার বিবাহে কালু প্রভৃতি ডোমের সজ্জার বর্ণনার সঙ্গে এই ছড়ার মিল আছে। আবার বিনয় ঘোষ সম্পাদিত “পশ্চিমবঙ্গের সংস্কৃতি” গ্রন্থে এই ছড়াকে বাংলার জনসেনার যুদ্ধযাত্রার বিবরণ বলে উল্লেখ করা হয়েছে।


পঙ্কজ কুমার চ্যাটার্জি।