গিনিপিগ
 
মেরুদন্ড হারিয়ে সরীসৃপে
পরিণত হয়েছি অনেকদিন।
এবার উন্নয়নের স্রোত কেড়েছে ছাদ।
পেয়েছি সাপের খোলসে
সারা বছরের আস্তানা।
শীতে সাপ এলে
আমাকে আস্তানা হারাতে হয়।
তখন শীতের সাপ দেখে
চলে গবেষণা। হয়ে যাই গিনিপিগ।
অবশেষে স্থায়ী আস্তানা গবেষণাগারে।
 
ফিরে এলাম বাস্তবের মানুষে।
 
পঙ্কজ কুমার চ্যাটার্জি। 


সুপ্রভাত।
🍂🌾