হিসাব মেলাতে হবেই....
 
তামসী রাতের পাহাড় বেয়ে
ঝড়ের বেগে
জীবনের সকাল জাগে
বিস্তৃত সমতলের অনিশ্চয়তায়।
শিশুর কোমরে বাঁধা দড়ি,
মা হেঁশেলে, বাকিরা ছোটে
লক্ষ্মী- সরস্বতীর বাধ্যবাধকতায়
সমতল, অথচ চারদিকে বাধার নিগড়
দিনের শেষে গিয়ে দাঁড়ায়
যান্ত্রিক সূর্যের মুখোমুখি
চাওয়া- পাওয়ার জাবেদা খাতা হাতে।
 
আবার আরোহণ হবে
তামসী রাতের পাহাড়ে।
আপাতত না-মেলানো হিসেব
একদিন মেলাতে হবেই।


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🦋