কত সহজে
 
কার্নিশে বসে কপোত
শিকারি বন্দুক তাক করে
অভ্রান্ত নিশানা
কপোতের বুকে রক্ত
কপোত ভাবে
মৃত্যু তাহলে
ওকে খুঁজে পেল
সকাল সাতটার
এই সুন্দর সকালে
পাখা আর পালক
ছড়িয়ে ধীরে ধীরে
লুটিয়ে পড়লো
কত সহজে
 
 
বিপন্ন বিস্ময়
 
চায়ের পেয়ালায়
চামচ নাড়াতে নাড়াতে
আকবর চার বছরের
ঘুমন্ত হাবিবকে
ভাঙা ছাদের ফাঁক দিয়ে
আকাশের তারা দেখায়।
কামানের আওয়াজে
হাবিব জাগে
ভয়ে আকবরকে জাপটে ধরে
“ঢাকের আওয়াজ, এক নতুন সঙ্গীত”
হাবিব কান্না থামায়
সার্চ লাইটের আলো
ছাদের ভিতরে ঘোরাফেরা
“দেখ, কেমন উজ্জ্বল নক্ষত্রগুলো
অন্ধকার থেকে আলোর দিকে যায়”
হাবিবের চোখে বিস্ময়