ক্ষণিকের শৈশব


স্টেশনে ট্রেন এসে দাঁড়ায়।
একদল যাত্রী নামে, সুখী গৃহকোণ খোঁজে
আর একদল ওঠে, পথের আনন্দে মাতে
কুলিদের ছোটাছুটি, চাওয়ালার হাঁক,
স্টেশনের শান্তিনিকেতনে অনাবিল আনন্দ
যেন এক খন্ড জীবনের ভরন্ত শৈশব।


হঠাৎ ঘন্টা বাজে, ইঞ্জিনের হুইসেল,
গার্ডের সবুজ সংকেত,
আচমকা ধাক্কায় শুরু হয়
ট্রেনের যাত্রা। গতি বাড়তে থাকে
আগামী যৌবনের সতর্ক ডাকে।
গতি কখনো বাড়ে, কখনো কমে,
কোথাও কোন জঙ্গলে সংকেতের নিয়মে
দাঁড়িয়ে পড়ে। আবার চলে।
জীবনের উজান-ভাটির খেলা-
চলতে থাকে....


ফাঁকা স্টেশনের টিকিট বাবু,
ঘরে তালা লাগিয়ে
কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েছে-
নতুন শৈশবের অপেক্ষায়....