মহানবমীর কাব্যাঞ্জলি


দুর্বোধ্য
 
সরলরেখা
দু’বার লাফালাম
হয়ে গেল বক্ররেখা
 
চাকা
দু’বার ঘোরালাম
তুবড়ে গেল
 
এমন ঠুনকো পৃথিবীতে
ভিক্ষাপাত্র হাতে মাগি-
“রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি।”
 
বৃথা খোজা
 
স্থির নদীর জলদর্পণে
নিজেকে দেখছিলাম
একটা ঢিল ছুড়ে
ভেঙে দিলাম ছবি।
 
এই ভাবে রোজ
গড়ি আর ভাঙি,
দ্বন্দ্বময় জীবনে বৃথাই
ছন্দ খুঁজে বেড়াই।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌷🌷