মহাসপ্তমীর কাব্যাঞ্জলি


হৃদয়
 
জল
হয়ে যায় বাষ্প
পাষাণ
জগদ্দলের মত পড়ে থাকে
 
আর্দ্র হৃদয় দুর্লভ।
####


বার্ধক্যে পৃথিবী
 
শিশুর এক ঝাঁকড়া চুল
বার্ধক্যে পলিত কেশ বা ইন্দ্রলুপ্ত
 
পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সবুজ,
বাড়ছে মরুভূমি
 
সে কি বার্ধক্যে উপনীত?


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌾🌾