না বুঝেও
 
একগুচ্ছ করবী- ছোঁয়া শ্রাবণধারা
তোমার গালের উপর নেমে আসা
কালো কেশদাম চুমে।
তৃপ্ত হৃদয়-উৎসারিত শিশিরকণা
মেপে নেয় মেঘে ঢাকা
গ্রীষ্মের দুপুর।
শরৎ এক ফাঁকে গলে যায়
হেমন্তের হিমেল ঘাসফুলে।
অঘ্রাণের ফসল হাসে,
চমকে দেওয়ার সময় খোঁজে।
বুঝি না পলাশের কাছে পরাজিত
বসন্ত কেন ফাগের আগুন জ্বালে?
এক অনিবার্যতা?
না কি শেষ বেলার সালতামামি
নখদর্পণে দেখে।
না বুঝেও তৃপ্ত থাকতে
শিখে যাই।
 
#পঙ্কজ কুমার চ্যাটার্জি। 


সুপ্রভাত।
🌾🌾