নির্ভীক সেপাই
 
পিছু ডাক নেই,
শুধু আছে পিছে চাওয়া।
ভোরের রোদ্দুর
মজা তালপুকুর
আষাঢ়ের বৃষ্টি
চাতকের দৃষ্টি
আদুর গায়ে বউ
আমার নয় কেউ।
তাই পিছু ডাক নেই
শুধু আছে পিছে চাওয়া।
লোকাল ট্রেনে যেতে
সবুজ ধানের খেতে
শাদা মেঘের ছায়া
মিঠে দমকা হাওয়া
নদীর জলে ঢেউ
আমার নয় কেউ।
তাই পিছু ডাক নেই
শুধু আছে পিছে চাওয়া।
উলঙ্গ দুটি ছেলে
গাঁয়ের মাঠে খেলে
দু’হাত উর্ধ্বে তুলে
কাকে যেন ডাকে।
 
কখনো আমাকে নয়।
 
সামনের ডাক এলে
করবো না তাই ভয়।